নিজস্ব সংবাদদাতা : বাজারে চলে এসেছে Nokia Streaming Box 8000। Nokia Streaming Box 8000 এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৮০০ টাকা। বর্তমানে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই Streaming Box লঞ্চ করা হয়েছে। ভারতে এটি কবে আসবে সেই বিষয়ে এখনো কিছু জানায়নি Nokia। তবে, বিশেষজ্ঞদের মতে খুব তাড়াতাড়ি এই জিনিসটি ভারতে আসতে চলেছে। বর্তমানে Nokia এর সমস্ত ব্র্যান্ডিংয়ের দায়িত্ব সামলাচ্ছে ফ্লিপকার্ট। মনে করা হচ্ছে ফ্লিপকার্টে এই প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন।এই স্ট্রিমিং বক্স এর সঙ্গে আপনারা 4K কোয়ালিটিতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। পাশাপাশি নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল করা থাকছে । এছাড়াও আপনারা এই ডিভাইসের মাধ্যমে গুগল প্লে স্টোরের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি থাকছে Disney+Hotstar ব্যবহার করার সুবিধা। পারফরম্যান্স হিসাবে এই প্রোডাক্ট যথেষ্ট ভালো। এটিতে Amlogic S905X3 এর প্রসেসর থাকছে। ব্লুটুথ ৪.২, গুগল কাস্ট প্রটোকল, WLAN সহ আরো অনেক কানেক্টিভিটি অপশন রয়েছে এই ডিভাইসে। এছাড়াও থাকছে ইথারনেট পোর্ট, এইচডিএমআই পোর্ট, ডিজিটাল অডিও আউটপুট পোর্ট, TYPE – A এবং TYPE-C ইউএসবি পোর্ট। এর পাশাপাশি নোকিয়ার নতুন শক্তিশালী স্মার্টফোন Nokia -9.3 বাজারে আসতে চলেছে। Nokia -9.3 পিওরভিউ স্মার্টফোনটি এইচএমডি গ্লোবাল কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন -৮৬৫ প্রসেসর থাকছে এতে , থাকছে ১০৮-এমপি ক্যামেরা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা