নিজস্ব সংবাদদাতা : ভিডিও গেম লাভারদের জন্য এক দারুণ সুখবর। পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ‘ফৌজি’ এবার চলে এসেছে গুগল প্লে স্টোরে। ফৌজি অর্থাত্ ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস’ নামের এই অ্যাপ একেবারেই মেড ইন ইন্ডিয়া। অ্যাপের শুরুতেই লেখা হয়েছে ভারতের আসল নায়ক, সেনাদের সম্মান প্রদর্শন করতেই এই গেম লঞ্চ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর আসল চিত্রই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই গেমে। কীভাবে তাঁরা বর্ডারে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেন, আত্মবলিদান দেন, এসম্পর্কেও জানতে পারবে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। গুগল প্লে স্টোরে অ্যাপটি মিললেও, ঠিক কবে গেমটি লঞ্চ করছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অ্যাপ নির্মাতা সংস্থা স্টুডিও এনকোর জানিয়েছে, এখনই কেউ ইনস্টল করতে পারবেন না এই অ্যাপ। কিন্তু প্রি-রেজিস্টার করতে পারবেন। এখন অ্যানড্রয়েড মোবাইলেই থাকবে এই অ্যাপ। এর পর আপেলের অ্যাপ স্টোরেও লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। গোটা ভারতের তরুণ প্রজন্মের একটা বড় অংশ নাকি এই অ্যাপেই কাটিয়ে দিতেন দিনের বেশিরভাগ সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই তাই মুষড়েই পড়েন অনেকে। প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ‘আত্মনির্ভর ভারত’ তিনি দেখতে চান। সেখানে এই নয়া অ্যাপ যে চিনা অ্যাপের রাইভাল, সেকথা মুখে প্রকাশ না করলেও, বুঝতে অসুবিধা হয় না দেশবাসীর।
New Hopes New Visions
More Stories
বলিউডে পা রাখছেন শাহরুখ কন্যা ও অমিতাভের নাতি
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
প্রথম শো -তেই সুপারহিট নাটক ” সঙ্গিনী “