নিজস্ব সংবাদদাতা : সিরিয়ায় এয়ারস্ট্রাইকে মারা গিয়েছে আল-কায়েদার ৭ শীর্ষ নেতা। এমনটাই দাবি করছে আমেরিকা। জানা যাচ্ছে, সিরিয়ার সালকিন এলাকায় জাকারা নামে একটি গ্রামে নৈশভোজের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের মিটিং চলছিল । আর সেই বৈঠক লক্ষ্য করেই হামলা চালানো হয়। মৃতদের মধ্যে সিরিয়ার বাইরের ৫ জঙ্গি রয়েছে বলেও জানা গিয়েছে। এই বিমানহানায় অন্ততপক্ষে ৫৬ জন বিদ্রোহী মারা গেছেন। শতাধিক আহত বলে জানিয়েছে সিরিয়ান অবসারভেটারি ফর হিউম্যান রাইটস। আমেরিকার দাবি, এই সাত আল-কায়েদার নেতার মৃত্যু খুব তাত্পর্যপূর্ণ। এর ফলে হামলার ঘটনা কমবে বলেই মনে করা হচ্ছে। আগামীদিনে এভাবেই আল-কায়েদা সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে টার্গেট করা হবে বলেও জানিয়ে দিয়েছে আমেরিকা। দেখা গেছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে এই পাঁচ বছরে ব্যাপক পরিমাণ অস্ত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিক্রি করা হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর বেথ রিওর্ডান বলেন, ইদলিবে ওই এয়ারস্ট্রাইক করা হয়েছে। ২২ অক্টোবরের এয়ারস্ট্রাইকে ওই সাত জঙ্গি নেতা খতম হয়েছে বলে দাবি করলেও, তাদের নাম এখনও স্পষ্ট ভাবে জানায়নি ওয়াশিংটন। ইদলিব এখনো বিদ্রোহীদের দখলে। তাদের সাহায্য ও সমর্থন করে তুরস্ক। রাশিয়া আবার সিরিয়ার স্বীকৃত সরকারের পক্ষে। গত মার্চে সিরিয়ার সরকারের সঙ্গে তুরস্কের একটা চুক্তিও হয়েছিল।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল