পুজো আসে তার নির্দিষ্ট নিয়মে প্রতিবার। কিন্তু এবছর করোনার করাল গ্রাসে এই জীবন ওষ্ঠাগত। নিউ নরমাল লাইফের এই পরিবেশে হচ্ছে বাংলার জুড়ে দূর্গা পুজো। কিন্তু এবারের পুজো আনন্দ বা উৎসবের পুজো নয় – মানবিকতার পুজো – মানুষের পশে দাঁড়ানোর পুজো। এই বার্তা নিয়েই এইবারের পুজো চিন্তা ভাবনা করেছে বাঘাযতীন B এবং C ব্লকের বাসিন্দারা। ” এ পুজো আনন্দের নয় – এ পুজো প্রাণের পুজো ” বার্তা বাঘাযতীন B এবং C ব্লকের।

বিস্তারিত জানতে নজর রাখুন _ দিশা শক্তি নিউসের ডিজিটাল পেজে। কলা সংষ্কৃতি শারদ অর্ঘ্য -১৪২৭ এ উঠে এলো বাঘাযতীন B এবং C ব্লকের পুজো প্রস্তুতির কথা। উল্লেখ্য এই বছর কলা সংষ্কৃতি শারদ অর্ঘ্য -১৪২৭ পাঁচ পেরিয়ে ৬-এ পড়লো।

Report by – রাহুল গুপ্ত
Reported on 14th October 2020
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব