নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ অপেক্ষার অবসান, কল্যাণী এইমসে আউটডোরে চিকিত্সা পরিষেবা শুরু এ মাস থেকেই। এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং জানিয়েছেন, ‘আমরা চাইছি, এই মাসেই ছোট আকারে হলেও বহির্বিভাগ চালু করে দিতে। যদিও ঠিক কবে থেকে বহির্বিভাগ চালু করা হচ্ছে, তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। কারণ, কিছু প্রস্তুতি এখনও বাকি। তবে যত তাড়াতাড়ি সম্ভব সেসব কাজ সম্পন্ন করার চেষ্টা আমরা করছি। যদি হয়ে যায়, তাহলেই তারিখ ঘোষণা করে দেওয়া হবে।’ কল্যাণীর বসন্তপুরে মোট ১৭৯.৬ একর জমিতে এইমস তৈরির সরকারি সিলমোহর পড়ে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে শুরু হয়ে যায় এইমসের ভবন তৈরির কাজ। মোট ১২০০ কোটি টাকা ব্যয়ে এইমসের ভবন তৈরির কাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে। আপাতত ৯৬০ টি শয্যার লক্ষ্যমাত্রা রয়েছে নবনির্মিত এইমসের। ভবনের কাজ অনেকটাই এগিয়ে যাওয়ায় নতুন বছরের প্রথম মাসেই ছোট আকারে হলেও বহির্বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে এইমস কর্তৃপক্ষ। আর সেপ্টেম্বর মাসে অন্তর্বিভাগ অর্থাত্ রোগী ভরতির প্রক্রিয়া শুরু করে দিতে চাইছেন তাঁরা। তবে এইমস কর্তাদের লক্ষ্য, এপ্রিল মাসে বহির্বিভাগ সম্পূর্ণরূপে চালু করা। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ চালু করার জন্য ভবন নির্মাণের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় কাজও চলছে। ২০১৫ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কেন্দ্রীয় সরকার বাংলায় এইমস তৈরির অনুমোদন দেয়। যদিও কোথায় তা তৈরি হবে, সেই প্রশ্ন উঠতেই অধিকাংশের মত ছিল, ডা: বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী কল্যাণীতেই তৈরি হোক এইমস।
Report by web desk
Reported on – 08/01/2021
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার