রাহুল গুপ্ত , কলকাতা :
ওঁদের পাশে প্যাশন এইট ফটোগ্রাফি। সঙ্গে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যৌন কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে দুর্বার – দুর্বার গতিতে। ২০২০ এর পর ২০২১ কেমন আছেন যৌন কর্মীরা ? কেমন আছেন তাঁদের সন্তানরা ? এই সব কিছু জানতেই হাজার ব্যাস্ততার মধ্যে সময় বাড় করে আমরা পৌঁছে গিয়েছিলাম ১২ বাই ৫ নীল মনি মিত্র স্ট্রিট – কলকাতা – ৬ এই ঠিকানায়। সাহায্য নয় , আর পাঁচ জনের সংসারের মতোই ওঁদের সংসারেও অত্যাবশকীয় দ্রব্য লাগে। যদি সেই দ্রব্য গুলো আমরা কিছু দিন দি , তাহলে খানিকটা লড়তে পারবেন ওঁরা। তাই প্যাশন এইট ফটোগ্রাফি-র উদ্যোগে দুর্বার মহিলা সমন্বয় কমিটি-র সহযোগিতায় – Caregyne Sanitary ন্যাপকিন কে সঙ্গে নিয়ে এই পদক্ষেপ নেওয়া হল এদিন। থাকলেন ৫০ জন শিশু সঙ্গে মহিলারাও। ছোটদের হাতে তুলে দেওয়া হয় অত্যাবশকীয় খাদ্য দ্রব্য সামগ্রী সঙ্গে খাতা পেন ইত্যাদি। অন্যদিকে যৌন কর্মীদের হাতে তুলে দেওয়া হয় অত্যাবশকীয় দ্রব্য সামগ্রী। ওঁদের পাশে দাঁড়াতে পেরে উচ্ছসিত প্যাশন এইট ফটোগ্রাফি-র সব প্রতিনিধিরা। ছবি তুলে যাঁরা সমাজের বাস্তব ছবিটা দেন , তাঁরা মনে করলেন এই কাজ করাটা খুব প্রয়োজনীয়তা রয়েছে।
দুর্বার এর পক্ষে মহাস্বেতা দি – হাজির থাকলেন সর্বক্ষণ। প্যাশন এইট ফটোগ্রাফি-র উদ্যোগকে স্বাগত জানালেন তিনি।
আর পাঁচটা জীবিকার মত যৌন কর্মীদের জীবিকাও যে জীবিকা। বুঝতে হবে এই বিষয়টা সবাইকে। দীর্ঘদিন ধরে যৌন কর্মীদের অধিকার পাওয়ার দাবিতে লড়াই করে চলেছে দুর্বার ১৯৯৫ সাল থেকে। আজ ২৬ বছর পরও লড়াই আছে। সময় হয়তো পরিবর্তন হয়েছে , কিন্তু ভোট যুদ্ধের ময়দানে রাজনীতির কারবারিরা কতটা ভাবেন ওদের কথা ? এই প্রশ্ন বারবার , প্রতিবার উঠে আসে – উঠে আসবে। কিন্তু প্যাশন এইট ফটোগ্রাফি-র মত যৌন কর্মীদের লড়াইয়ের কথা কত জনই বা ভাবেন ? প্রশ্ন থাকে – উত্তর অধরা। কিন্তু বিন্দু বিন্দু তে সিন্ধু দর্শন একদিন হবেই। এই আশা নিয়েই এ দিন শেষ হল কার্যক্রম। দিনের শেষে প্যাশন এইট ফটোগ্রাফি-র হাতে ভালোবাসার চিহ্ন তুলে দেন স্বয়ং মহাস্বেতা দি। এই ভাবেই আগামী দিনে যৌন কর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে গেলেন প্যাশন এইট ফটোগ্রাফি-র প্রতিনিধিরা সঙ্গে Caregyne Sanitary ন্যাপকিন -র প্রতিনিধিরাও। এই মহৎ উদ্যোগের সঙ্গী থাকতে পেরে দিশা শক্তি নিউস ও গর্বিত।
Report by রাহুল গুপ্ত
Reported on – 12/02/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা