সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর পরিবারের একজন ছিলেন। তাই তাঁর মৃত্যুর পর স্মৃতি ভিড় করে এসেছে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের।
তিনি জানালেন, কিভাবে রায় পরিবারের একজন হয়ে উঠেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। হয়ে উঠেছিলেন মানিকদার খুব কাছের পুলু। তাই সৌমিত্রর প্রয়াণে তাই শোকস্তব্ধ বিশপ লেফ্রয় রোডও।
শুটিংয়ের সুবাদেই সত্যজিৎ রায়ের বাড়িতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যাতায়াত ছিল। প্রথমে লেক অ্যাভিনিউর বাড়িতে, তারপর লেক টেম্পল রোডে। তবে সেখানে শুধুমাত্র সিনেমা নিয়ে কথা হত না। নিয়মিত শিল্পচর্চা হত পরিচালক ও তাঁর নায়কের মধ্যে।
পুরনো দিনের কথা মনে করে সন্দীপ রায় বলেন, “বাবার সঙ্গে ওনার এক অদ্ভুত রসায়ন ছিল। একে অপরের সঙ্গে দারুণ স্বাধীনভাবে কাজ করতে তাঁরা। প্রতিটি চরিত্রের পিছনে ভীষণ সময় দিতেন সৌমিত্রবাবু। ‘অশনি সংকেত’র সময় একটি ডায়েরি মেনটেন করতেন। পরের দিকে সেই ডায়েরি আর লিখতে দেখেনি।
শ্যুটিংয়ের ফাঁকে সেই ডায়েরি লিখতে দেখতাম। আমার মনে আছে, চরিত্রটি নিয়ে উনি মারাত্মক পড়াশোনা করেছিলেন। নিজের শ্যুটিং শেষ করে সেট ছেড়ে চলে যেতেন না। বাবাকে সাহায্য করতেন।
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন