নিজস্ব সংবাদদাতা : প্রয়োজনে পশ্চিমবঙ্গের ১০০ শতাংশ বুথ স্পর্শকাতর ঘোষণা করে বিধানসভা নির্বাচন করবে কমিশন। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসে প্রশাসনিক কর্তাদের এমনই কড়া বার্তা দিলেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। অন্যান্য বারের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। ভোটের সময়ও করোনা জুজু চোখ রাঙাবে বলে আশঙ্কা রয়েছে। সেই কারণে রাজ্যেও বিহার মডেলে ভোট হবে। বিহারে কীভাবে বিধানসভা ভোট পরিচালনা হয়েছে, হাতে-কলমে সেই অভিজ্ঞতা বুঝিয়ে দিতে এদিন জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের CEO এইচ আর শ্রীনিবাস। রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। কোভিডবিধি জারি থাকলে বুথের বাইরে ভিড় এড়াতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে ব্যাপারে আলোচনা হয়েছে। সুদীপ জৈনের বার্তা, বিহারের থেকেও উন্নত মানের নির্বাচন করতে হবে পশ্চিমবঙ্গে।জানুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে রাজ্যে । তার আগেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে । বার্তা ডেপুটি ইলেকশন কমিশনারের ।বৈঠক থেকে জেলায় জেলায় আইন-শৃঙ্খলা উপর কড়া নজরদারি চালানোর জন্য বলা হয়। শুধু তাই নয় কোনও রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার যেন কোন অসুবিধা না হয় সেটাও গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয় এই দিনের বৈঠকে।পাশাপাশি প্রতিটি জেলায় যাবতীয় ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এখন থেকে নির্বাচন কমিশনকে জানানোর কথা বলা হয়েছে ডিএম এসপি দের। বর্তমানে প্রত্যেকটি জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই ভোটার তালিকা সংশোধনে যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে বলেই সূত্রের খবর।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন