নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্য মন্ত্রক নতুন একটি নির্দেশিকা জারি করেছে। মূলত দেশের বাজারগুলির ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকরা করার কথা বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে থাকা বাজার বন্ধই থাকছে। শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরে থাকা বাজার, সুপার মার্কেট, শপিং মল খোলা রাখা যাবে। তবে সেখানেও মানতে হবে কড়া কোভিডবিধি। এই নয়া নির্দেশিকা যাতে যথাযথ ভাবে পালন করা হয়, সে দিকেও লক্ষ্য রাখবে স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কন্টেনমেন্ট জোনে বাজার বন্ধ রাখা নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, এ বিষয়ে সহায়তা করা এবং নজরদারির জন্য ওই সংগঠনগুলিকে একটি সাব-কমিটি তৈরি করতে হবে। যাতে কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ পালনে কোনও বিচ্যুতি না ঘটে। স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী, কন্টেনমেন্ট জোনে বাজার বন্ধ রাখার নির্দেশিকা মান্য় করা না হলে কড়া পদক্ষেপ করবে সরকার। ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে নয়া কোভিডবিধি জারি হচ্ছে। আনলেকর বিভিন্ন পর্যায়ে দেশের প্রায় সমস্ত অর্থনৈতিক কার্যকলাপকে ছাড়া দেওয়া হয়েছে। নিয়ম মেনে খুলেছে সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক। চলছে লোকাল ট্রেন, মেট্রোও। শুধুমাত্র আন্তর্জাতিক বিমানযাত্রায় এখনও ছাড় দেয়নি কেন্দ্র সরকার। তবে এই সমস্ত ছাড়ই কনটেনমেন্ট জোনের বাইরে প্রযোজ্য। কনটেনমেন্ট জোনে কার্যত লকডাউন চলছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল