কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার জন্ম হয় সদ্যজাতের। এদিন সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুষ্কা। অবশেষে বাবা মায়ের পদে উন্নিত হয়েই গেলেন বিরুষ্কা।
সদ্য পিতৃত্ব পদে উত্তীর্ণ হওয়া ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সুখবরটি শেয়ার ল্করেন। হার্ট ইমোজি দিয়ে বিরাট লেখেন, আপনাদের সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ দুপুরে আমাদের মেয়ে হয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, ভালবেসেছেন তাঁদের সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্কা নব জাতক দুজনের সুস্থ রয়েছে, আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেত্রে খুবই আনন্দিত। আমরা আশা করব এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত বিষয়গুলিকে আপনারা মর্যাদা দেবেন।’
নভেল করোনা ভাইরাসের কোয়ারেন্টাইন থাকার সময় অন্তঃসত্ত্বা হয়েছিলেন অনুষ্কা শর্মা। তাই জন্যই অনুষ্কার সন্তানকে অনেকেই ‘করোনিয়াল’ বলেও অভিহিত করছেন। মূলত করোনাকালীন সময় যেসব মায়েরা অন্তঃসত্ত্বা হয়েছেন সন্তান ভূমিষ্ঠা হওয়ার পর তারা সকলেই করোনিয়াল।
২০২০’র আগস্টে আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ঘোষণা করেন ২০২১’র জানুয়ারিতে তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।
Report by web desk
Reported on – 11/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা