নিজস্ব সংবাদদাতা : কবর থেকে মরদেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তের জন্যে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। মৃত ব্যক্তি বছর ৫০ -এর আসেম শেখ। সূত্রের খবর, চারমাস পর কবর থেকে মরদেহ তুলে পাঠানো হল ময়নাতদন্তের জন্যে। এই ঘটনায় মৃতের ছেলে খুনের অভিযোগ দায় করে কাকার বিরুদ্ধে। তাই শুক্রবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে তোলা হয়।স্থানীয় সূত্রে খবর, মাস চারেক আগে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির দেহ। এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে মৃতের ছেলে। তাঁর অভিযোগ ছিল যে, সম্পত্তি বিবাদের জেরে কাকা তাঁর বাবাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আরও জানা গিয়েছে, এই অভিযোগ দায়ের করার পর শুক্রবার কবর খুঁড়ে মৃতদেহ তোলা হয়। এরপরে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এই খবর ছড়িয়ে পড়তেই কবরখানায় মানুষের ভিড় জমে যায়। উল্লেখ্য, গ্রামবাসীসহ মৃতের পরিবার ঘটনার সত্যতা জানতে খুব আগ্রহী। তাই তাঁদের ভরসা ময়নাতদন্তের রিপোর্ট। এই ঘটনার তদন্ত চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন