নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতির জেরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের কিছুটা স্বস্তি দিয়ে সিলেবাস কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। তবে, বেশ কিছু বিষয়ে সিলেবাস কমলেও ইংরেজির মতো বিষয়ে এখনও সিলেবাস কাটছাঁটের কোনও বিস্তারিত তথ্য দিতে পারেনি সংসদ।বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিতে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কোন কোন বিষয় বাতিল করা হয়েছে, তার তালিকাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। ১৯টি বিষয়ে বেশ কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে। কবে পরীক্ষা হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তাই ইংরেজির মতো বিষয়ে কতটা কমছে সিলেবাস, তা কেন এখনো জানানো হল না সেই নিয়ে বিভ্রান্ত পড়ুয়াদের একাংশ। দশম ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত সিলেবাস প্রকাশিত হলেও একাদশ শ্রেণীর জন্য অনিশ্চিয়তা ছিল। এদিনের বিজ্ঞপ্তিতে সেই জটিলতা কাটল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের নম্বর বিভাজন এখনও হয়নি। দ্রুত তা প্রকাশ করার দাবি জানিয়েছে শিক্ষামহল। ২২ জানুয়ারির মধ্যে স্কুলগুলিকে ছাত্র-ছাত্রীদের নন ল্যাব বিষয়গুলির প্রজেক্ট নম্বর সংসদ অফিসে জমা দিতে বলা হয়েছে। প্রজেক্ট খাতা গুলি না বাড়িয়ে ৫ থেকে ৬ পাতার মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন পরে জানাবে সংসদ।করোনা সতর্কতায় স্কুল বন্ধ থাকায় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের একদিনও ক্লাস হয়নি। তাদের বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে।
New Hopes New Visions
More Stories
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির