নিজস্ব সংবাদদাতা : শেষ ৭২ ঘণ্টায় প্রবীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা ক্রমেই সঙ্কটজনক হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রবাবুর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। স্নায়ুও ক্রমশ অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিত্সকরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্সায় ‘এয়ার ওয়ে প্রোটেকশন’ দিতে ‘আংশিক’ ভেন্টিলেশন সাপোর্ট চালু করা হয়। গত ৭২ ঘন্টায় তাঁর কোনওরকম উন্নতি হয়নি। মেডিকাল বুলেটিনে জানানো হয়েছে সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সৌমিত্র। সেইসঙ্গে রক্তে প্লেটলেটের পরিমাণ খুবই কমে গিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, জিআই ব্লিডিং-এর কারণেই প্লেটলেট কমেছে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর। সেই কারণে হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের পরামর্শ মতো রক্তের দ্রাব্যতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে শরীরে ইউরিয়ার পরিমাণ-ও বেশি রয়েছে। জিআই ব্লিডিং এবং ডিহাইড্রেশনের জন্যই এমনটা ঘটেছে। তার জন্য নেফ্রোলজিস্ট-এর পরামর্শ মতো বাইরে থেকে পর্যাপ্ত ফ্লুইড দেওয়া হচ্ছে অভিনেতার শরীরে।তবে ইন্টুবেশনে দেওয়ার পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা। জিআই ব্লিডিং বন্ধ হয়েছে। রক্তচাপ ঠিক আছে। ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ডাক্তাররা বলছেন যে সমস্ত কোমর্বিডিটি সামাল দিতে হচ্ছে, তা মাথায় রেখে বলা যায় ‘এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।’ সৌমিত্রবাবুর বয়স এবং কোমর্বিডিটি নিয়ে দুশ্চিন্তা তো আছেই। এই বিষয়ে দেশের অনেক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিত্সকরা। এমনকি বিদেশেও অনেক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন