নিজস্ব সংবাদদাতা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক পাচার চক্রের সঙ্গে জড়িয়ে থাকার কারণে এনসিবির খপ্পরে পড়েছিলেন দীপিকা পাডুকোন থেকে সারা আলি খান সকলে। সেই খবর ধামাচাপা পড়তে না পড়তেই আবার কমেডিয়ান ভারতী সিং-এর বাড়িতে হানা দিল এনসিবি।ভারতী সিং কে আমরা জেনেছি দ্য কপিল শর্মা শো থেকে। পাশাপাশি তিনি একটি নাচের রিয়্যালিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ঝলাক দিক লাজা, নাচ বালিয়ে এবং অন্যান্য টিভি শোতে অনেকবার দেখা গেছে ভারতী -কে।মহিলা কমেডিয়ান হিসেবে তিনি খুবই পরিচিত একটি মুখ। শনিবারই জিজ্ঞাসাবাদের জন্য কৌতুকশিল্পী ভারতী সিং ও তাঁর স্বামী চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে তুলে নিয়ে যায় NCB। জানা গেছে , শনিবার সকালে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এনসিবি আধিকারিকরা।আন্ধেরির আবাসন থেকে ভারতী সিংকে একটি লাল মার্সিডিজে এবং হর্ষ লিম্বাচিয়াকে সাদা অ্যাম্বাসেডরে তোলা হয়। যদিও তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানান ভারতী সিং।যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরে জানান, ,”মাদকদ্রব্য রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী সিং এবং তার স্বামীকে আটক করা হয়েছে।” এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী সিং ও তাঁর স্বামীর নাম প্রকাশ পায়। এরপর তল্লাশি চালিয়ে তাঁদের বাড়ির থেকে মাদক উদ্ধার হয়। কিছুদিন আগে মাদক চক্র জড়িত থাকার কারণে অর্জুন রামপালকে ডেকে পাঠিয়েছিলেন এনসিবি। তাকে ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। শুধুমাত্র অর্জুন রামপাল নয়,কিছুদিন আগে মাদক চক্র জড়িত থাকার কারণে গ্রেফতার হন অর্জুন রামপালের বন্ধু পল বর্তেল।এমনকি অর্জুন রামপালের প্রেমিকাকেও হাজিরা দিতে হয়েছিল এনসিবির দপ্তরে। তখন অর্জুন রামপালের ব্যক্তিগত মোবাইল ফোনসহ আরো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস বাজেয়াপ্ত করে নিয়েছিলেন এনসিবি। অন্যদিকে মাদক মামলায় এনসিবির হাতে ধৃত বলিউডের প্রযোজক ফিরোজ নাদিওয়ালার স্ত্রী শাবানা শাহিদ। তাকে জিজ্ঞাসাবাদের পর সমন পাঠানো হয়েছিল প্রযোজককেও।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল