নিজস্ব সংবাদদাতা : আইপিএল প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে নক আউটে যাওয়ার আশা জিইয়ে রাখলো ডেভিড ওয়ার্নাররা। অপরদিকে পর পর ম্যাচ হেরে আচমকাই অস্বস্তিতে দিল্লি শিবির। টসে জিতে হায়দরাবাদকে আগে ব্যাটিং করতে পাঠায় দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। জনি বেয়ারস্টোর বদলে এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন বঙ্গতনয় ঋদ্ধিমান সাহা। ওয়ার্নারের সঙ্গে মিলে ব্যাট হাতে তান্ডব শুরু করেন এই মুহুর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক। দিল্লি পেসারদের নিয়ে ছিনিমিনি খেলেন ওয়ার্নার। ব্যাটে ওপেনিংয়ে ওয়ার্নার-ঋদ্ধিমান সাহার ১০৭ রানের পার্টনারশিপ এদিন হায়দরাবাদের জয়ের ভিত তৈরি করে দেয়। ৪৫ বলে ২টি ছক্কা ও ১২টি চারে ৮৭ রান করে বাংলার ঋদ্ধিমান সাজঘরে ফেরেন। তাঁর ওপেনিং সঙ্গী ওয়ার্নার ৬৬ রান হাঁকিয়ে আউট হন। শেষ দিকে মনীশ পান্ডের ৪৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে শেষ সানরাইজার্স ২১৯ রানে পৌঁছয়।এই রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে লড়াই কঠিন করে দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারের তৃতীয় বলেই, পর পর দুই ম্যাচে শতরান হাঁকিয়ে আইপিএল বিরল নজির গড়া শিখর ধাওয়ান সন্দীর শর্মার শিকার হয়ে সাজঘরে ফেরেন। রাহানে ২৬ রান করে রশিদের শিকার হন। মার্কাস স্টোইনিসকে উপরে পাঠালেও এদিন তিনি আশা পূরণ করতে পারেননি। দিল্লির হয়ে ঋষভ পন্থ সর্বোচ্চ ৩৬ রান হাঁকাতে পারেন। শ্রেয়স আইয়ারের দলকে জয়ের জন্যে ২২০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১৩১ রানে অলআউট করল ডেভিড ওয়ার্নাররা। সৌজন্যে রশিদ খানের স্পিন ভেল্কি। ৭ রান খরচে ৩টি উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন রশিদ। ফলে দাপটের সঙ্গে দিল্লিকে হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছে আইপিএল ২০২০-র অভিযানে ভেসে রইল সানরাইজার্স হায়দরাবাদ।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’