নিজস্ব সংবাদদাতা : গত ১৭ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি বিভাগে ভরতি ছিলেন ১৪ দিন। সেই অবস্থাতেও কলকাতা মেডিক্যাল কলেজের ওয়ার্ডে ঘুরে ঘুরে করোনা আক্রান্ত চিকিত্সক এবং রোগীদের খোঁজ খবর নিয়েছিলেন তিনি। তার আগে আগস্টেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় মাথা যন্ত্রণা হচ্ছিল তাঁর। এরপর ৩ সেপ্টেম্বর গাড়িতে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপরই তাঁকে ভরতি করা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিত্সকরা তাঁর সিটি স্ক্যান করান। তাতেই জানা যায় নির্মল মাজির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তা জানার পরই তাঁকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল টিম গঠন করে শুরু হয় চিকিত্সা। তবে শারীরিক অসুস্থতা তাঁর মনের ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। তাই করোনাজয়ী হয়েই এবার মন্ত্রী নির্মল মাজি নতুন চ্যালেঞ্জ নেবার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ডক্টরেট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইউনানি ডক্টরস মিটে নির্মল মাজি জানিয়েছেন, রিজেনারেটিভ মেডিসিন স্টেমসেল থেরাপির উপর পিএইচডি করার জন্য আবেদন করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শরীরের ক্ষতিগ্রস্ত নিষ্ক্রিয় টিস্যুকে স্টেমসেলের মাধ্যমে পুনরায় কার্যকরী করার প্রচেষ্টাই থাকবে এই গবেষণায়।৫৯ বছর বয়সে মন্ত্রীর পিএইচডি করার খবর অনেকের মধ্যেই উত্সাহ জোগাবে বলে আশা তাঁর।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন