নিজস্ব সংবাদদাতা : মহামারি মোকাবেলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের উপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। এই অর্থ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দরকারি চিকিত্সা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যাবহার করা হবে।সেক্ষেত্রে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাত্ ১২ হাজারের মত ব্যক্তি এর আওতায় পড়বেন। দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার সাড়ে তিন শতাংশ এবং দেশের বাইরের সম্পদের উপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে। যে পরিমাণ অর্থ জমা পড়বে তার ২০ শতাংশ ব্যবহার করা হবে চিকিত্সা ও ত্রাণ সামগ্রী ক্রয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায়, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে।১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।নতুন এই করের নাম দেয়া হয়েছে ‘মিলিয়নেয়ার ট্যাক্স’। দেশটির সংসদে নতুন কর বিষয়ক এই বিলের পক্ষে ৪২ ভোট পড়েছে। আর বিপক্ষে ২৬টি। আর্জেন্টিনায় ১৫ লাখের মত ব্যক্তি করোনাতে সংক্রমিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৪০ হাজারের মতো। দেশে বেকারত্ব, দারিদ্র এবং সরকারের ঋণের হার অনেক বেশি।তার উপর মহামারি মোকাবেলায় লকডাউন আরোপ করার পর দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দার আরও অবনতি হয়েছে। এর মধ্যেই নতুন কর চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে , তাঁরা বলছেন এতে বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুত্সাহিত হবেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল