মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

করোনাযোদ্ধাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা : চিরকালই পুজো বা উত্সব সংক্রান্ত বিষয়ে ইতিবাচক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে যেমন পুজো-উত্সব পালন করেন, একইভাবে রাজ্যবাসীকে উত্সবে উত্সাহ দান করেন। এবার করোনা আবহের মধ্যেও তার ব্যতিক্রম হয়নি। বিধিনিষেধ মেনে একাধিক পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীর চক্ষুদান করেছেন। প্রতিবারই বিজয়ায় বিশিষ্টজনেদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু চলতি বছরে করোনা সেসব কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর তাই করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা কলকাতা-সহ রাজ্যের সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী এমন পত্র পাঠালেন। যা সাম্প্রতিক পরিস্থিতিতে খুব তাত্পর্যপূর্ণ ও প্রাসঙ্গিক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসলে করোনার বিরুদ্ধে গত ৮ মাস ধরে পুলিশ কর্মীদের লড়াইকে কুর্নিশ জানাতেই এই শুভেচ্ছাবার্তা। এবছর পুলিশ কর্মীদের পাশাপাশি রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বদের কাছেও পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাপত্র, বিজয়ার মিষ্টি। বিজয়া উপলক্ষ্যে টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।” শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, তৃণমূল সুপ্রিমো হিসেবেও অনেককে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাত্ এবছর এভাবেই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।

Share this News
error: Content is protected !!