নিজস্ব সংবাদদাতা : করোনার কোপ এবার কল্পতরু উত্সবে। ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কাশীপুর উদ্যানবাটী। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভক্তরা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রীতি মেনেই হবে পুজো এবং হোম।ভক্তমণ্ডলীর কাছে যথেষ্ট হতাশাজনক খবর যে, এ বার আসন্ন নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারিতে চিরাচরিত ভাবে অনুষ্ঠিত হচ্ছে না কল্পতরু উত্সব। কাশীপুর রামকৃষ্ণ মঠ জানিয়েছে, মঙ্গলারতি হবে ভোর ৪:৩০ থেকে। সকাল ৭টা থেকে শুরু হবে বিশেষ পুজো। সকাল ১০টায় হবে হোম। ভক্তিগীতি এবং পাঠ হবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। বিকেল ৫:২০ থেকে শুরু হবে আরতি এবং তারপর হবে ভজন। এই সময়সূচি অনুযায়ী, মঠের ওয়েবসাইট www.rkmcudyanbati.org সরাসরি দেখা যাবে উত্সব। ইউটিউব চ্যানেল rkmcudyanbati -তেও উত্সব লাইভ দেখানো হবে।করোনা মহামারী পরিস্থিতিতে রামকৃষ্ণ মঠ এবং বেলুড় মঠ বন্ধ থাকবে। ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দর্শন এবং প্রণামের জন্য গেট বন্ধ থাকবে। ভার্চুয়াল মাধ্যমেই এবার উত্সবের স্বাদ নেবেন ভক্তরা। কল্পতরু উত্সব নিয়ে বরাবরই বাঙালি খুবই আবেগপ্রবণ। বছরের পর বছর ধরে ১ জানুয়ারির দিন কাশীপুর ও দক্ষিণেশ্বর চত্বরে অগণিত ভক্ত ভিড় জমান। ১৮৮৬ সালের ১ জানুয়ারির দিন সকালে কাশীপুর উদ্যানবাটীতে শ্রীরামকৃষ্ণের ভাবসমাধি ও সেই সময়ে ভক্তদের কৃপাদানকে কেন্দ্র করে দিনটিতে যে আধ্যাত্মিকতা জুড়ে গিয়েছে যুগ যুগ ধরে ভক্তেরা তা স্মরণ করে থাকেন।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন