নিজস্ব সংবাদদাতা : কোভিড টিকা বাজারে এলে ফের লকডাউনের পরিস্থিতি ফিরে আসবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মদ বিক্রেতারা। কারণ টিকা নিলে বেশ কয়েকদিন ছোঁয়া যাবে না মদের গ্লাস। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষেধক নিয়ে ৯৪ দিন অ্যালকোহল নৈব নৈব চ। রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-ভি নিলে ২ মাস মদ ছোঁয়া যাবে না। মডার্না প্রতিষেধকের নিয়ম অনুযায়ী ৪২ দিন মদ খাওয়া নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, ‘অ্যালকোহলকে বলে ইমিউনো সাপ্রেসেন্ট। অর্থাত্ অ্যালকোহল রক্তে মেশার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সংক্রামক স্ট্রেনকে শরীরে প্রবেশ করানোর আগে বিজ্ঞানসম্মত উপায়ে নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। এই নিষ্ক্রিয় ভাইরাল স্ট্রেন অত্যন্ত দুর্বল। তার আর শরীরে ঢুকে প্রতিলিপি তৈরি করার ক্ষমতা নেই। এই স্ট্রেন শরীরে ঢুকে বি সেলকে সক্রিয় করে তুলবে। যা অ্যান্টিবডি তৈরির পক্রিয়াকে উজ্জিবিত করবে। কিন্তু অ্যালকোহল এই প্রক্রিয়াকেই ব্যাহত করবে।স্বাভাবিকভাবেই নিয়মিত মদ্যপান করলে টিকা নেওয়ার পর যে পরিমাণে অ্যান্টিবডি তৈরি হওয়া উচিত্ তা কখনওই তৈরি হবে না।’ সকলেই চাইছেন দ্রুত টিকা আবিষ্কার হোক। টিকা নেওয়ার যে উদ্দেশ্য সেটাই যদি সফল না হয় তাহলে দীর্ঘ গবেষণার মানে থাকবে না। অতিরিক্ত মদ্যপানে ফুসফুসে সংক্রমণ তথা নিউমোনিয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই টিকা নেওয়ার আগে এখন থেকেই সুরাপ্রেমীদের সাবধান করছেন চিকিৎসকরা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা