উড়ানের ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভথাকতে হবে। তা হলেই যাত্রা করা যাবে।ব্রিটেন, মধ্য এশিয়া ও ইউরোপ বাদে সমস্ত দেশ থেকে আসা যাত্রীদের মেনে চলতে হবে নতুন নিয়ম।করোনার নতুন প্রজাতি নিয়ে বাড়তি সতর্কতা হিসাবে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে কেন্দ্র। বুধবার রাতে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশনামা জারি করে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ইতিমধ্যে ভারতে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রজাতি পাওয়া গিয়েছে ৪ জনের শরীরে। ব্রাজিলের প্রজাতি পাওয়া গিয়েছে ১ জনের শরীরে। এর আগে ব্রিটেনের করোনা প্রজাতি ভারতে ১৮৭ জনের শরীরে পাওয়া গিয়েছিল। ব্রিটেনের মতো ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার প্রজাতির করোনাও যাতে ছড়িয়ে না পরে, সেই কারণেই স্বাস্থ্যমন্ত্রক আগে থেকে সাবধান হতে চাইছে।
Report by web desk
Reported on – 18/02/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল