নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছিল একটি পোস্ট যেখানে দাবি করা হয়েছিল লক্ষ্মীপুজোর আগে থেকেই বাংলায় আবারও লাগু হবে লকডাউন। যদিও রাজ্য প্রশাসন বা কোনও জেলা প্রশাসন এই ধরনের কোনও নির্দেশ দেয়নি। কিন্তু সেই পোস্টটি দেখে ভয়ে ও উদ্বেগে অনেকেই তা শেয়ার করে ফেলেন ও তা ভাইরালও হয়। তবে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকদের তা নজরে পড়তেই সেটিকে ব্লক করে দেওয়া হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে, শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বার্তাটি ভাইরাল করা হয়েছে। এর কোনও যুক্তি নেই এবং এই বার্তাটির সমর্থনেও কোনও সরকারি নথি নেই। অতএব এটিকে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই।করোনা সংক্রমণকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ভুয়ো লকডাউনের পোস্ট নিয়ে সাধারণ মানুষকে এবার সতর্ক করে দিল পুলিশ। কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল এই ধরনের ভুয়ো খবর থেকে আমজনতা যেন সতর্ক থাকেন। কলকাতা পুলিশ সরাসরি নিজেদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়ে দিয়েছে যে এই ধরনের লকডাউনের খবর একেবারে গুজব। সোশ্যাল মিডিয়ায় যে মেসেজটি ভাইরাল হচ্ছে তা নিয়ে অযথা মানুষের মধ্যে ভীতি বাড়ছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। এমন ভুয়ো খবর সম্প্রচার করলে বা এই ধরনের ভুয়ো মেসেজ ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে