নিজস্ব সংবাদদাতা : এখনও গোটা বিশ্ব তথা দেশ থেকে করোনা আতঙ্কের রেশ কাটেনি ফের নতুন এক রোগ মাথা চাড়া দিয়ে উঠল। অন্ধ্রপ্রদেশের ইলুরু শহরে রহস্যজনক এক রোগ ছড়াচ্ছে। ইতিমধ্যেই এক ব্যক্তির মৃত্যুও হয়েছে এবং তিনশোরও বেশি বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। ইলুরু শহরে সপ্তাহজুড়ে রহস্যজনক রোগে আক্রান্ত হওয়ার কারণ খুঁজে পেতে তদন্ত চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা। যে রোগী মারা গেছেন তিনি ইলুরু সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মহামারি পরিস্থিতির মধ্যে নতুন করে রহস্যজনক অসুস্থতা ছড়ানোয় রাজ্যে উদ্বেগ বাড়ছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহান রেড্ডি জানিয়েছেন, অসুস্থতার কারণ অনুসন্ধানে ইলুরুতে বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে। পাশাপাশি অসুস্থদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছেন।রহস্যজনক এই অসুস্থতায় রোগীদের বমি বমি ভাব থেকে শুরু করে আচমকা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, কাঁপুনি ও মুখে ফেনা তোলার মতো উপসর্গ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। উল্লেখযোগ্যভাবে, এই রোগীদের কারও দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। ফলে কী কারণে এই রোগ দেখা দিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব নীলম শাওনির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি, এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সম্ভাব্য সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।বিজেপির সাংসদ জি ভি এল নরসিমা রাও ইতিমধ্যেই এইমস দিল্লির শীর্ষকর্তা রণদীপ গুলেরিয়া এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে এই রহস্যজনক রোগের বিষয়ে কথা বলেছেন। তারপর তিনি জানিয়েছেন, বিষাক্ত অর্গানোক্লোরিন থেকেই এই ধরনের খিঁচুনি, মাথা ব্যাথা ও অজ্ঞান হওয়ার মতো রোগগুলি হয়। মনে হচ্ছে, সেরকমই সংক্রমণ হয়েছে। এই রহস্যজনক রোগের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন স্বাস্থ্য দফতরকে যথাযথ চিকিত্সা করার নির্দেশ দিয়েছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল