নিজস্ব সংবাদদাতা : এবার করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ভরতি হয়েছেন মাটিগাড়ার এক নার্সিংহোমে। গত মঙ্গলবারই বিহারের ভোটপ্রচারে যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে নেমেছিলেন প্রধানমন্ত্রী মোদি। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে সেখানে দেখা করতে যান গৌতম দেব। এরপরই তিনি কলকাতায় চলে আসেন। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও হাজির ছিলেন মন্ত্রী। সেখান থেকে ফিরেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। শুক্রবার সকালেই ফিরে যান উত্তরবঙ্গে। এরপর অসুস্থ বোধ করতে থাকায় চিকিত্সকের পরামর্শ মতো তাঁর করোনা পরীক্ষা হয়। অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মন্ত্রীকে মাটিগাড়ার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। সেখানে কেভিড রোগীদের চিকিত্সাই হয়। শনিবার তাঁর RT-PCR পরীক্ষা হবে। তাতে আরও নিশ্চিত হওয়া যাবে। নার্সিংহোম সূত্রে খবর, এই মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি উপসর্গ রয়েছে তাঁর। গুরুতর অসুস্থতা না থাকলেও, একাধিক উপসর্গ থাকায় তিনি ভরতি রয়েছেন নার্সিংহোমে। এর আগে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে কাবু করেছিল করোনা ভাইরাস। সুজিত বসু, স্বপন দেবনাথ, শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক – সকলেই করোন জয় করে ফের কাজে ফিরেছেন। এঁরা সকলেই করোনা কালে একেবারে সামনের সারিতে থেকেই কাজ করেছেন জনস্বার্থে। সেখান থেকেই সংক্রমণ বলে মনে করা হয়েছিল। গৌতম দেবের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন