নিজস্ব সংবাদদাতা : কোভিড-১৯ মহামারীর সঙ্গে চিকিত্সকদের মরণপণ লড়াই গোটা পৃথিবী জুড়ে। প্রথম সারিতে থেকে করোনার সঙ্গে লড়াই করছেন তাঁরা। এরইমধ্যে অনেকে সংক্রমিত হচ্ছেন। জান কবুল করে তাঁদের লড়াই জারি রয়েছে। এরই মধ্যে কোভিডে কলকাতার হাসপাতালে আরও এক চিকিত্সকের মৃত্যু। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চক্ষু বিশেষজ্ঞ সুব্রত সোমের। সম্প্রতি তাঁর শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন সেখানেই চিকিত্সাধীন ছিলেন। কিন্তু ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে।৬৫ বছর বয়সি এই চিকিত্সককে গত ৭ ডিসেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবু ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছিল। ইকমো (এক্সট্রা কর্পোরিয়ল মেমব্রেন অক্সিজেন) সাপোর্টে রাখতে হয় তাঁকে। করোনা সংক্রমণের পাশাপাশি কো-মর্বিডিটিও ছিল সুব্রতবাবুর। শেষমেশ জীবন যুদ্ধে হার মানলেন এই চিকিৎসক। দ্য ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিত্সক রাজীব পাণ্ডে জানান, ‘বাংলায় এখনও অবধি করোনা আক্রান্ত হয়ে ৮৬ জন চিকিত্সকের মৃত্য়ু হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।’সূত্রের খবর, সুব্রত সোম-এর পরিবারও কোভিড পজিটিভ হয়েছিল।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন