নিজস্ব সংবাদদাতা : এবার করোনায় আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রবিবার সন্ধ্যেয় নিজেই ট্যুইট করে জানান সে কথা । ট্যুইটে তিনি জানান, তিনি লক্ষণহীন । ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ট্যুইটে তিনি এটাও লেখেন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । ফলে যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছে, তাঁদের সাবধানতা অবলম্বণ করার এবং সতর্ক থাকার পরামর্শ দেন । সঙ্গে এও জানান, তাঁর শারীরিক অবস্থা ভালই রয়েছে ।তিনি আইসোলেশনে থাকলেও বাড়িতে বসেই সমস্ত কাজকর্ম দেখাশোনা করবেন । আরবিআই-এর কাজকর্মও স্বাভাবিকভাবেই চলবে । কোভিড মুক্ত হয়ে ফের কাজে যোগ দেবেন তিনি । আপাতত ভার্চুয়াল মাধ্যমেই আধিকারিকদের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন বলে জানান । উল্লেখ্য, এর আগে দেশের উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলপ্রতিমন্ত্রী, কৃষিমন্ত্রী-সহ বহু ব্যক্তিত্বই করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তাঁরা অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। পাশাপাশি, বেশ কয়েকজন মারাও গিয়েছেন। তবে সুস্থতার হার অনেকটাই বেশি। এখনও পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৯০ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। ফলে সুস্থ হচ্ছেন অনেক বেশি মানুষ, তা বলাই যায়।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল