নিজস্ব সংবাদদাতা : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা শুরু করেন তিনি। সঙ্গে শুরু করেন উপোস। আর তার ফলেই অসুস্থ হয়ে পড়েন । অবশেষে হৃদরোগে মৃত্যু হলো তেলেঙ্গানার যুবক বুসসা কৃষ্ণা রাজুর। পেশায় তিনি কৃষক। । রাজুর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ট্রাম্পের অন্ধভক্ত ছিলেন রাজু। তেলেঙ্গানার ছোট্ট গ্রামের বাসিন্দা এই যুবক ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের একটি ৬ ফুট উঁচু মূর্তি বানিয়েছিল যা তৈরি করতে খরচ হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা। এই ছবি দেখে টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতীয় এই বন্ধুর সঙ্গে অবশ্যই দেখা করবেন তিনি। কিন্তু, সেই সৌভাগ্য হয়নি কৃষ্ণার। সেই মূর্তিকে রীতিমতো পুজো করতেন রাজু। ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পরে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। রাতে ঘুমোতেন না। উপোস করে ট্রাম্পের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা শুরু করেন তিনি। তিন-চার দিন ধরে উপোস করায় অসুস্থ হয়ে পড়েন । রবিবার দুপুরে কার্ডিয়াক অ্যারেস্ট হয় রাজুর। এদিকে কয়েক দিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরে সুস্থ হয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমি আমার দেশের মানুষদের বলতে চাই যে আমরা করোনাভাইরাসকে হারাতে চলেছি। এই ভাইরাস উধাও হচ্ছে। আমরা শক্তিশালী ওষুধ ও চিকিত্সা পদ্ধতি আবিষ্কার করেছি। খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আসতে চলেছে। তাও রেকর্ড টাইমে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল