নিজস্ব সংবাদদাতা : ‘ভবিষ্যতে আর কুসংস্কার নয়, পারলে বিজ্ঞান প্রচারে মন দিন।’ টুইটাকে দিলীপ ঘোষের সুস্থতা কামনা করে এই পরামর্শ দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এর পাশাপাশি শুভেচ্ছা বার্তায় সুজন বলেন,’প্রসাদ, গোমূত্র বা ভাবিজি পাঁপড়ে ভরসা না রেখে সাংসদ দিলীপ ঘোষ আধুনিক চিকিত্সা বিজ্ঞানের শরণাপন্ন হয়েছেন। ওনার সিদ্ধান্তকে স্বাগত। বিজ্ঞানসম্মত চিকিত্সায় দ্রুত সেরে উঠুন দিলীপবাবু।’ করোনা আবহে চিকিত্সাবিজ্ঞানে ভরসা না রেখে বহু বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের কথা। কেউ পরামর্শ দিয়েছেন নিয়মিত গোমূত্র পান করলে করোনা ধারেকাছে ঘেঁষবে না। কেউ বা বলেছেন কাদায় বসে শঙ্খ বাজালে দূরে চলে যাবে মারণ ভাইরাস।কেউ আবার দাওয়াই হিসেবে তুলে ধরেছিলেন ‘ভাবিজি পাঁপড়ে’র কথা। এহেন পরামর্শ দেওয়া অধিকাংশ বিজেপি নেতা পরবর্তী সময়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন এবং আধুনিক চিকিত্সা পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠেছেন। এসব প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষকে এভাবে বিঁধলেন বাম বিধায়ক। প্রসঙ্গত ,শুক্রবার রাতে অসুস্থ হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিত্সকদের খুব উদ্বেগ না থাকলেও, ফুসফুসের সংক্রমণ কিছুটা অস্বস্তি জারি রেখেছিল। সংক্রমণ কতটা ছড়িয়েছে, তা জানতে থ্রোক্স সিটি স্ক্যান করানো হয়। যদিও দিলীপ ঘোষের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দলী নেতারা তো বটেই, আরোগ্য কামনা করেছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বও
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন