নিজস্ব সংবাদদাতা : বাংলায় ২-১ দিনেই আসছে টিকা। আগামী ৮ জানুয়ারি দেশের সর্বত্র টিকাকরণের ‘ড্রাই রান’ চালাবে কেন্দ্র। সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের। তাই সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও টিকা পাঠাচ্ছে কেন্দ্র। এই মর্মে রাজ্যের স্বাস্থ্যভবনে এল কেন্দ্রের চিঠি। কেন্দ্রের চিঠি পাওয়ার পর তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। টিকাকরণের জন্য প্রতিটি জেলা স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্ত জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোভিশিল্ড অথবা কোভ্যাকসিনের যেকোনও একটি দেওয়া হতে পারে। প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক টিকাকরণ প্রক্রিয়া পরিচালনা করবেন। জেলাস্তরে টিকা সংরক্ষণের দায়িত্বে থাকবেন ডেপুটি সিএমওএইচ-২। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেন, ৩ জানুয়ারি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। তবে, এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। ইতিমধ্যে কোভিশল্ড ও কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই। এই দুই ভ্যাকসিন কোন বয়সের কাকে দেওয়া হবে সেই বিষয়েও জানানো হয়েছে।কলকাতা-সহ দেশের ৪ জায়গায় ভ্যাকসিন মজুত করার জন্য বড় কেন্দ্র তৈরি হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথম দফায় ৭০ থেকে ৮০ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসবে। অতিরিক্ত ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে ভ্যাকসিন। এরপর প্রোটোকল অনুযায়ী বাকিদের দেওয়া হবে। যদিও পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে পরিকল্পনা বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, ১২ বছরের উপর বয়স হলে তবেই নেওয়া যাবে কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের ক্ষেত্রে অনুমোদন মিলেছে ১৮ বছরের উপর। বলা হয়েছে, কেবলমাত্র জরুরি ক্ষেত্রেই এটি ব্যবহার করা যাবে। দুটি টিকার ক্ষেত্রেই দুটি করে ডোজ দেওয়ার কথা বলা হয়েছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত