নিজস্ব সংবাদদাতা: একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের Interregional Crime and Justice Research Institute (UNICRI)। সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। বলা হচ্ছে, ‘করোনা আল্লার সৈনিক। ইউরোপের দেশ ও অবিশ্বাসীদের (অমুসলিম) শাস্তি দিতে এই ভাইরাস পাঠিয়েছে আল্লা। তাই শত্রুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দাও। সোশ্যাল মিডিয়ায় আল কয়দা ও ইসলামিক স্টেটপন্থী জঙ্গি গ্রুপগুলিতে শত্রুদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে। এরপরই বিশ্বের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সতর্কবার্তা পাঠালো আন্তর্জাতিক পুলিশ বা ইন্টারপোল। যাতে বলা হয়েছে , রাজনীতিবিদদের হাতিয়ার করতে ব্যবহার করা হতে পারে করোনা ভাইরাস যুক্ত চিঠি। এমন হামলা ঠেকাতে একগুচ্ছ গাইডলাইনও জারি করেছে সংস্থাটি। সেখানে ইন্টারপোল জানিয়েছে, পুলিশকর্মী ও স্বাস্থ্যকর্মীদের মুখে করোনা আক্রান্তদের কেশে দেওয়া বা হেঁচে দেওয়ার মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। একইভাবে জিনিসপত্রের উপর জেনেশুনে সংক্রমণ ছড়ানোর উদ্দেশ্যে লালা ছড়ানোর মতো ঘটনা ঘটেছে। আপাতদৃষ্টিতে এসব ঘটনা নিরীহ মনে হলেও, করোনা সংক্রমিত চিঠি পাঠিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিশানা করা হতে পারে।করোনা ভাইরাসকে জৈব হাতিয়ার রূপে ব্যবহার করার বিষয়টি নিয়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সতর্কবার্তা পাঠিয়েছে ইন্টারপোল।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল