নিজস্ব সংবাদদাতা : করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে টিকাই এখন বিশ্বের অন্যতম ভরসা। কারণ এতে সংক্রমিত হয়েছেন ৪৮ মিলিয়ন মানুষ। মারা গেছেন ১.২ মিলিয়ন মানুষ। ডিসেম্বরে চিনে শনাক্ত হওয়ার পর অর্থনীতিতে মন্দা এসেছে, ব্যহত হয়েছে মানুষের জীবন। এর মধ্যেই সুখবর দিলেন সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার(এসআইআই) সিইও আদর পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, একটি করোনাভাইরাস টিকা জানুয়ারির মধ্যেই ভারতে পাওয়া যেতে পারে যদি নিয়ন্ত্রক সংস্থাগুলির থেকে সময়ে অনুমোদন পাওয়া যায়।আদর পুনাওয়ালার এসএসআই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়েছে, কোভিড-১৯ টিকা কোভিশিল্ড উত্পাদনের জন্য, যেটি তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেশে এই টিকাটির দ্বিতীয়-তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।পুনাওয়ালা জানিয়েছেন, জানয়ারি ২০২১এর মধ্যে ভারতে একটি কোভিড-১৯ টিকা পাওয়া যেতে পারে, যদি অনুমোদন মেলে।বিশ্বজুড়ে ৪৫টি টিকা মানব ট্রায়ালে রয়েছে। ফাইজার আইএনসি জানিয়েছে, তারা নভেম্বরের শেষের দিকে মার্কিন অনুমোদন চাইতে পারে। ফলে আমেরিকায় এই বছরের শেষেই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তারা করোনাভাইরাস টিকার সরবরাহ আটকে রেখেছে। তারা শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের জন্য অপেক্ষা করছে। সিইও পাসকাল সরিয়ট জানিয়েছেন করোনাভাইরাস টিকা হিমায়িত অবস্থায় রাখা হয়েছে।করোনায় দেশে কমল দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, উদ্বেগ বাড়িয়ে দৈনিক সুস্থতার সংখ্যাও কমল। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৭০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭০৪। দেশে আক্রান্তের সংখ্যা ৮৪ লক্ষ ১১ হাজার ৭২৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৬৩৮ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৫০ হাজার ২০৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৭ লক্ষ ৬৫ হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৫৪ হাজার ১৫৭। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৫ হাজার ৩৩১। দেশে মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯২.৩২ শতাংশ।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/11/2020
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল