মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

করোনা টিকা নেওয়ার পরেই অসুস্থ নার্স


নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির চাট্টানুগা হাসপাতালের নার্স স্টিফানি ডোভার ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছিলেন। তারপরই তিনি যোগদেন সাংবাদিক সম্মেলনে। কথা বলতে বলতেই তিনি অসুস্থ বোধ করেন। দুএকবার মাথাতেও হাত দেন। তারপরই স্টেজ থেকে নামার সময় ঘটে যায় বিপত্তি। পড়ে যান করোনা টিকা গ্রহণকারী নার্স। সেই অবস্থাতেই তাঁকে তুলে ধরেন দুই চিকিত্সক। তারপরই শুরু হয়ে তাঁর পরিচর্যা। আর এই ঘটনার ছবি নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।যদিও নার্স গোটা বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি খুবই ক্লান্ত অনুভব করছিলেন। তিনি জানিয়েছেন, তিনি কিছুটা দিশেহারা হয়েছিলেন। এখন তিনি সুস্থ অনুভব করছেন। তাঁর হাতে ব্যাথা লেগেছিল সেটি আর নেই বলেও জানিয়েছেন তিনি। তবে টিকা গ্রহণের পর সাংবাদিক সম্মেলনে ওই নার্সই জানিয়েছিলেন প্রথমে দেশের স্বাস্থ্য কর্মীদের করোনা টিকা দেওয়ায় তিনি খুশি। ভ্যাক্সিনটি পেয়ে আনন্দিত বলেও জানিয়েছিলেন। মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য যখন গোটা বিশ্ব করোনা টিকার অপেক্ষায় দিন গুণছে তখনই সামনে এল এই ভিডিও। যা দেখে বেশ আতংকিত নেটিজেনরা।অন্যদিকে ব্রিটিশ গবেষকরা লন্ডন এবং আশে-পাশের অঞ্চলে যে করোনা ভাইরাসের বিস্তার দেখছেন, সেটিকে তারা নিউ ভ্যারিয়েন্ট, অর্থাত্ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস বলে বর্ণনা করছেন। এটি যে আগেরটির চেয়ে অনেক বেশি প্রাণঘাতী বা মারাত্মক, সেরকম প্রমাণ তারা এখনো পাননি। আর এটিকে মোকাবেলার ক্ষেত্রে করোনাভাইরাসের নতুন টিকা যে ভিন্ন ফল দিচ্ছে, সেটাও তারা বলছেন না।যেটি গবেষকদের অবাক করেছে, তা হলো, এই ভাইরাসটি অনেক বেশি সহজে এবং দ্রুত ছড়াচ্ছে। আগেরটির তুলনায় এই নতুন করোনাভাইরাস ৭০ শতাংশ বেশি হারে ছড়াচ্ছে। ব্রিটিশ সরকারকে যে আচমকা আবারও কঠোর লকডাউন জারি করতে হলো, তার পেছনে এটাই কারণ। এটি সরকারের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে।

Share this News
error: Content is protected !!