নিজস্ব সংবাদদাতা : প্রথা অনুযায়ী ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তার আগেই দুর্গা পুজোর মণ্ডপে করোনা দূরকীরণের যজ্ঞ হয়ে গেল আসানসোলে। উত্তর আসানসোলের কেএসটিপি পুজো কমিটি করল এই অভিনব আয়োজন। করোনা দূরীকরণের শান্তি যজ্ঞের মধ্য দিয়েই দুর্গাপুজো শুরু হল এদিন। ২৫ কেজি শাল কাঠ, ৩ কোজি ঘি, এক কেজি ঘি সহ বিভিন্ন আচার সংহিতা মেনে করা হল পুজো আর্চা ও যজ্ঞ। কমিটির সভাপতি ইন্দ্রজিৎ বোস বলেন, বিশ্বজুড়ে তথা দেশজুড়ে করোনাকে মুক্ত করার উদ্দেশ্যেই এই যজ্ঞের আয়োজন করা হল। মানুষের মনের জোর বাড়ানো ও করোনার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা তৈরির জন্য আমরা এই প্রচেষ্টা করলাম। তবে পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশ মতো মণ্ডপে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।কমিটির কোষাধ্যক্ষ জগজিত সরকার বলেন, আদালতের নির্দেশে মণ্ডপগুলিকে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। এই মণ্ডপেই দেবী দুর্গার আবাহন হবে। অনেক ভক্ত হয়তো আসতে পারবেন না। তাই পুজোর আগে সবার হয়ে বিশেষ যজ্ঞের আয়োজন করা হল। এরপর সপ্তমী থেকে পুজো আর্চা শুরু হয়েছে স্বাভাবিক নিয়ম মেনে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন