মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

করোনা নয়, এই বিশেষ কারণে দিওয়ালির উৎসব থেকে নিজেকে দূরে রাখবেন বিগ বি

করোনার আবহে এবার উৎসবের মরশুম বেশ ফিকে। কোনওমতে দুর্গাপুজো কাটিয়েছে বাঙালি। পুজোর ঠিক আগেই হাই কোর্টের নির্দেশে প্যান্ডেলে ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছে। ভারচুয়াল দর্শনেই মনের সাধ মিটিয়েছেন অনেকে। জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে বিধিনিষেধ। এমত অবস্থায় দিওয়ালি আসন্ন। অন্যান্যবার দিওয়ালিতে মুম্বইয়ের গ্ল্যামার জগতের দিকে নজর থাকে সিনেপ্রেমীদের। কে কার পার্টিতে সেজেগুজে গেলেন, তা নিয়ে কৌতূহলের অন্ত থাকে না। বলিউডের দিওয়ালি পার্টিগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথমের সারিতে থাকে অমিতাভ বচ্চন এবং একতা কাপুরের বাড়ির আয়োজন।
বিগ বির ডাকে বলিউডের ‘হুজ হু’র ক্ষণিকের জন্য হলেও উপস্থিত হয়ে যান জলসায়। অন্যদিকে একতা কাপুরের দিওয়ালি পার্টিতে ভিড় জমান হিন্দি টেলিভিশনের তারকারা। তাঁদের জনপ্রিয়তাও বলিউড তারকাদের চাইতে কোনও অংশে কম নয়। কিন্তু সূত্রের খবর মানলে, মায়ানগরীর এই গ্ল্যামারের ছটা এবারে দেখা যাবে না। তার একটি কারণ অবশ্য করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। আরও একটি কারণ রয়েছে। তা হল কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণ।
ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর। চলতি ৩০ এপ্রিল মৃত্যু হয় তাঁর। বয়সে ১০ বছরের ছোট ঋষি কাপুরকে স্নেহ করতেন অমিতাভ। দু’জনে একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাছাড়াও ঋষি কাপুরের সঙ্গে অমিতাভের পারিবারিক সম্পর্ক রয়েছে। অমিতাভকন্যা শ্বেতা নন্দা বচ্চনের মামাশ্বশুর ঋষি কাপুর। ঋষির বোন ঋতু নন্দার ছেলে নিখিলকে বিয়ে করেছেন শ্বেতা। একতা কাপুরের পরিবারের সঙ্গেও ঋষি কাপুরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
চলতি বছরটা এমনিতেই বলিউডের পক্ষে যায়নি। ঋষি কাপুরের মৃত্যুর ঠিক একদিন আগেই কোলন ইনফেকশনের কারণে প্রয়াত হন ইরফান খান । দীর্ঘদিন ধরে নিউরো এন্ডোক্রিন টিউমারে ভুগছিলেন ইরফান। এরপর ১৪ জুন আবার সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই মাদক যোগ, নেপোটিজম, ফেভারিটজমের মতো বিষয়বস্তু নিয়ে জর্জরিত বলিউড। তাই উৎসব এবার শুধু নিয়মরক্ষার ।
Report by Mitali Ghosh
Reported on – 03/11/2020

Share this News
error: Content is protected !!