নিজস্ব সংবাদদাতা : করোনার ভ্যাকসিন নিয়ে যদি কোনও ভুল তথ্য প্রকাশিত হয়, তাহলে বাতিল করা হবে সেই লিঙ্কটি। জানিয়ে দিলো ফেসবুক। সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, ফেসবুক বিশ্বের সব চেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম। এখান থেকেই ইউজাররা বিভিন্ন খবর পেয়ে থাকেন। তাই গ্রাহকদের প্রতি ফেসবুকের দায়বদ্ধতা রয়েছে। ভ্যাকসিন সম্পর্কে কোনও ভুল তথ্য তুলে দিয়ে জনগনকে বিব্রত করবে না ফেসবুক। এতে ফেসবুকের প্রতি মানুষের আস্থা কমে যাবে। ফেসবুকের তরফে বলা হয়, করোনার কার্যকরী ভ্যাকসিন বানানোর ক্ষেত্রে এখনও পর্যন্ত ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার মতন বড় সংস্থা গুলি দাবি করেছে তাঁরাই প্রথম। তাই সেগুলি নিয়ে প্রামানিক তথ্য ছাড়া অন্য খবর প্রকাশিত হলে সেটি তত্ক্ষণাত্ ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে। তবে এখনও পর্যন্ত কোনও লিঙ্ক সরানো হয়নি ফেসবুক থেকে। শুধুমাত্র ভ্যাকসিনের কিছু অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বাতিল করা হয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছেন সারা বিশ্বের মানুষ। ঠিক এমনই মুহূর্তে যদি ভুয়ো খবর প্রচার করা হয় তাহলে বিভ্রান্ত হতে পারে জনগণ। সেই পরিস্থিতি এড়াতে তাই কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা ফেসবুকের । তবে কীভাবে ভুয়ো তথ্য গুলিকে সরানো হবে এবং কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে ফেসবুক এখনই কিছু জানায়নি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল