নিজস্ব সংবাদদাতা : বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে যাওয়া টিকাকরণ আশা জাগিয়েছে, এবার হয়তো মুক্তি মিলবে অতিমারীর কবল থেকে। ভারতেও শিগগিরি টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নেওয়ার পরে নরওয়ের দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনায় আশঙ্কিত বিজ্ঞানী ও ডাক্তাররা। ফাইজার ভ্যাকসিন নেওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁরা মারা গিয়েছেন। জানা যাচ্ছে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের ডোজ নেওয়ার দিন কয়েকের মধ্যেই মৃত্যু হয়েছে ওই দুই স্বাস্থ্যকর্মীর। দ্য মেডিক্যাল ডিরেক্টর ওফ দ্য নরওয়েয়ান মেডিসিনস এজেন্সি ও নরওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এই দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর তদন্ত করছে। বাড়িতেই হঠাত্ মৃত্যু হয় সোনিয়া অ্যাসেভেডো নামে এক নার্সের। তাঁর বয়স ৪১ বছর। মৃত্যুর ৪৮ ঘণ্টা আগেই তিনি ভ্যাকসিন নিয়েছিলেন। এই ঘটনার পরেই চিকিত্সকরা আশঙ্কা প্রকাশ করেন। তবে তাঁরা জানান, মৃত্যুর কারণ ভ্যাকসিনই কিনা তা তাঁরা খতিয়ে দেখবেন। তবে বিষয়টি কাকতালীয় হওয়ার সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। কারণ ইতিমধ্যেই বহু বর্ষীয়ান মানুষ এই ভ্যাকসিন নিয়েছে। কিন্তু এমন কোনও ঘটনার কথা শোনা যায়নি। তাই কাকতালীয় হতে পারে বলে মনে করছেন চিকিত্সকরা। ফাইজার ভ্যাকসিন নিয়ে বিতর্ক আগেও হয়েছে। সংস্থার সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছিলেন, ভ্যাকসিন নেওয়ার পর সেই ব্যক্তিদের থেকে করোনা সংক্রমণ অন্যদের মধ্যে ছড়াবে না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁর এমন মন্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ জানিয়ে দেন, দেশে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে সংক্রমণ রুখতে। বিশেষ করে রেস্তরাঁ ও বারে মদ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 07/01/2021
More Stories
যৌনকর্মী অধিকার দিবস পালনে চাঁদের হাট সোনাগাছিতে
একদিনে পরপর দুঃসংবাদ, বাকরুদ্ধ বিশ্ব ক্রিকেট
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন