নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণ থেকে মানুষের জীবনকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছেন চিকিত্সকেরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। আমাদের দেশেও মানুষরূপী দেবতারা ক্রমাগত লড়াই করে চলেছেন এই মারণ ভাইরাসের বিরুদ্ধে।এই লড়াইয়ে নিজেদের প্রাণের বলিও দিতে হয়েছে। তবুও থেমে নেই তাঁদের মানব সেবার কাজ। মা দূর্গা দশভূজা। তিনি যেমন দশ হাতে লড়াই করেন অশুভ শক্তির বিরুদ্ধে। সন্তানকে সব রকম সংকট থেকে রক্ষা করেন, দুর্গতি নাশ করেন, তাই তো তিনি দুর্গতিনাশিনী। ঠিক তেমনই, অসুররূপী করোনার বিরুদ্ধে গত কয়েকমাস ধরে, পরিবার-পরিজন ভুলে, নাওয়া-খাওয়া ভুলে, নিজেদের জীবনের বাজি রেখে কাজ করছেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা সংক্রমণে বহু সহকর্মীর মৃত্যু চোখের সামনে হতে দেখেও, থেমে থাকেননি। কর্তব্যে অবহেলা করেননি। সেইসব বীর করোনা যোদ্ধাদের ছবি বারবারই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার একদম অন্যরকমের ছবি প্রকাশ্যে এসেছে।সম্প্রতি চিকিত্সার সরঞ্জাম হাতে, এক মহিলা চিকিত্সকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নবরাত্রির শুভেচ্ছা জানাতেই, এই ছবিটি পোস্ট করা হয়। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ছবিটি। টুইটার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপেও ঘুরছে এই ‘দশভূজা ‘. উত্সবের মরশুমে সারা দেশ আনন্দে মেতে উঠবে, তখনও চিকিত্সকরা নীরবে হাসপাতাল, নার্সিংহোমে ব্যস্ত থাকবেন করোনা মহামারির মোকাবিলায়। সেই বার্তা দিতেই অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি পোস্ট করা হয়
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল