নিজস্ব সংবাদদাতা : করোনা রুখতে বাইডেন-দাওয়াই। মাস্ক পরতেই হবে। অন্তত একশ দিন। আর ওই একশ দিনের গণনা শুরু হবে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর। সিএনএন-কে দেয়া এক সাক্ষাত্কারে বাইডেন বলেছেন, অ্যামেরিকানরা মাস্ক পরলেই করোনা অনেক কমবে। তিনি দায়িত্ব নিয়েই সব সরকারি অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। করোনাকে ট্রাম্প হালকাভাবে নিয়েছিলেন, বাইডেন অসম্ভব গুরুত্ব দিচ্ছেন। তাঁর প্রচারের অন্যতম বিষয় ছিল করোনা প্রতিরোধ। প্রেসিডেন্ট ইলেক্ট হওয়ার পর প্রথম যে কাজ তিনি করেছেন তা হলো, করোনা রুখতে টাস্ক ফোর্স গঠন। সাক্ষাত্কারে বাইডেন বলেছেন, ”প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনেই আমি অনুরোধ করব, অ্যামেরিকার মানুষ যেন একশ দিন মাস্ক পরে থাকেন। চিরতরে মাস্ক পরতে বলছি না। মাত্র একশ দিন পরতে বলছি।” তিনি বলেছেন, ”করোনার টিকাও চালু হয়ে যাবে। তার সঙ্গে মাস্ক পরলে করোনার প্রকোপ অনেকটাই কমবে।’ট্রেন, প্লেন, বাসেও মাস্ক পরতে হবে। করোনায় এখন সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত রেকর্ড ১ কোটি ৪০ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী। কোভিডে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যামেরিকানদের মাস্ক পরার জন্য কেউ বাধ্য করতে পারেন না। তবে বাইডেন নির্দেশও দেননি। অনুরোধ করেছেন মাত্র। তিনি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সব সময় মাস্ক পরে থাকবেন বলে জানিয়েছেন।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল