নিজস্ব সংবাদদাতা : অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। যেখানে চলতি সপ্তাহেই টিম পেইন সহ অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে এখন সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। তড়িঘড়ি অজি ক্রিকেটারদের মধ্যে সচেতনতা বৃ্দ্ধিও শুরু করা হয়েছে। এবার করোনা নিয়ে ঝুঁকি এড়াতে সেদেশের ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। আসন্ন সিরিজগুলিতে অস্ট্রেলিয়ার টেস্ট, ওডিআই,ও টি-২০ দলে থাকা ক্রিকেটারদের অ্যাডিলেড থেকে এই মুহূর্তে নিউ সাউথ ওয়েলসে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে চলা অজি ক্রিকেটারদের এখন করোনা থেকে নিরাপদ নিউ সাউথ ওয়েলসে নিয়ে আসা হয়েছে বলে অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে। এ দিকে ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। তার আগেই শুরু হয়ে যাচ্ছে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। নতুন করে করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া-সহ একাধিক রাজ্যের সীমানা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছে। তা হলে কি অ্যাডিলেড থেকে প্রথম টেস্ট সরে যাবে অন্যত্র? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এখনই হাল ছাড়ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বাস সমস্ত প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সূচি মেনেই অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে পিঙ্ক বলে টেস্ট খেলবে তারা। এই মুহুর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই স্থানে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ফলে এই টেস্ট সিরিজটি বেশ জমজমাটি হবে তা বলাই যায়।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ