নিজস্ব সংবাদদাতা : বোলপুরের সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, এখনই সিএএ কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। আপাতত সরকারের ভাবনার কেন্দ্রে রয়েছে করোনা পরিস্থিতি। সাংবাদিক বৈঠকে অমিত শাহকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যা, সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে অমিত জানান, পশ্চিমবঙ্গের সীমান্ত সমস্যা অনেকটা মিটেছে। তারপরেই প্রশ্ন আসে, এতদিন ধরে আলোচনা হওয়ার পরেই কেন সিএএ প্রয়োগ করা হচ্ছে না? উত্তরে অমিত শাহ বলেন, এখনও সিএএ-এর আইন পুরোপুরি হওয়া বাকি আছে। এখনই সিএএ নিয়ে ভাবছে না কেন্দ্রীয় সরকার। আপাতত করোনা পরিস্থিতির মোকাবিলা করাই মূল লক্ষ্য। একবার টিকা দেওয়া শুরু হলে পরিস্থিতি সামলানো যাবে। তারপর সিএএ প্রয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করবে কেন্দ্রীয় সরকার।একই সঙ্গে পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা জারি করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সাংবাদিক বৈঠকে ওঠে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”বারবার ৩৫৬ ধারার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। কিন্তু কোনও সাংবাদিক বৈঠকে বসে এ ভাবে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা করা যায় না। কেন্দ্র-রাজ্য সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি শাসন। তা নিয়ে এখন আলোচনা করা যাবে না।” পাশাপাশি তিনি জানিয়ে দেন, তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ বারবার টেনে আনছে। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের কথা ভাবেনি। তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ”আমরা ৩৫৬ ধারার কথা বলিনি। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষেরা রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। আমরা বলছি, যদি রাজ্যের উপর ৩৫৬ ধারা চাপিয়ে দেওয়া হয়। তাহলেও তৃণমূল লড়াই করে জয় ছিনিয়ে নেবে।”
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা