নিজস্ব সংবাদদাতা : লকডাউনে কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল কেন্দ্র। চাকরিহারা মানুষদের সুবিধার্থে কেন্দ্রের পক্ষ থেকে অটল কল্যান বীমা যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় চাকুরীহীন ব্যক্তিরা সরকারের তরফ থেকে তাদের বেতনের ৫০ শতাংশ অর্থ পাবেন বলে জানানো হয়েছে। দেশের বেশি সংখ্যক মানুষ যাতে এই সুবিধা সম্পর্কে জানতে পারেন, সেজন্য বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্রীয় সরকার।লকডাউনে কাজ হারালে এবং ইএসআই অফিসে আবেদন করলে তিন মাসের মধ্যে ৯০ দিনের মজুরির ৫০% পাবেন শ্রমিকরা।লকডাউন এর সময় কাজ হারিয়ে আবার অন্য কোথাও কাজে যোগ দিলেও এই আবেদন করতে পারবেন শ্রমিকরা এবং অন্যত্র কাজ পাওয়ার বিষয়টি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে না।তবে আবেদন করতে হবে সশরীরে এসআই অফিসে গিয়ে। যদি কোনো কর্মীকে কাজ সংক্রান্ত অসন্তুষ্টির দরুন সংস্থার তরফ থেকে ছাঁটাই করা হয়ে থাকে, তবে তিনি কেন্দ্রের এই পরিষেবা পাবেন না বলে জানানো হয়েছে। এই প্রকল্প অনুসারে, চাকরি চলে যাওয়ার দুই বছর পর্যন্ত কেন্দ্রের তার থেকে প্রতিমাসে অর্ধেক বেতন প্রদান করা হবে। তবে সে ক্ষেত্রে ইএসআইসি ডেটাবেসে বিমা ধারক ব্যক্তির আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। চাকরি চলে যাওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করলে তা গৃহীত হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমেই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছ
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল