নিজস্ব সংবাদদাতা : মোবাইল দোকানের এক কর্মীকে মাদক মিশ্রিত ঠাণ্ডা পানীয় খাইয়ের ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল দোকানের মালিক। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের শ্রীরুপা রোড এলাকায়। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নীলেশ কান্তি পাঁঞ্জা। তার বাড়ি কাঁথি থানার ধর্মদাসবাড় এলাকায় বাসিন্দা। কিন্তু কাঁথি কিশোরনগরের এলাকায় একটি ভাড়া বাড়িতে একাই থাকতো। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে জেল হাজতের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের শ্রীরুপা রোড এলাকায় চ্যানেল-ই নামে একটি মোবাইল দোকান রয়েছে। সেই দোকানের মালিক হল নীলেশ কান্তি পাঁঞ্জা। প্রথমে স্যামসাং মোবাইল কোম্পানির এসইসি পদে কর্মরত মারিশদা এলাকার এক তরুণী গত ১ সেপ্টেম্বর কাঁথি শহরে চ্যানেল-ই মোবাইল দোকানের কর্মজীবন শুরু করেন । পরে নীলেশ নিজের অসুস্থতার নাম করে মিথ্যে বলে, ওই তরুণীকে নিজের ভাড়া বাড়িতে আসতে বলে । কথা মতো ওই তরুণী ভাড়াবাড়িতে হাজির হয়। এরপর অভিযুক্ত নীলেশ ওই তরুণীকে বাড়ি পোঁছে দেওয়ার প্রতিস্তুতি দিয়ে ঠাণ্ডা পানীয়র ভিতর মাদক মিশিয়ে খাইয়ে দেয়। বেহুশ হয়ে পড়লে শারীরিক নির্যাতন করে অভিযুক্ত নীলেশ। এমনকি তরুণীর নগ্ন অবস্থায় ভিডিও তুলে রাখে অভিযুক্ত। শুধু তাই নয়, কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সে। কিন্তু এতেই থেমে থাকেনি ওই মোবাইল দোকানে দুর্বৃত্ত। মোবাইলে ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই তরুণীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি ধর্ষিতাকে মারধরও করে নীলেশ । এরপর স্থানীয়রা ছুটে এসে তরুণীকে উদ্ধার করে। ১৯ ডিসেম্বর নির্যাতিতা কাঁথি থানার পুলিশের দ্বারস্থ হয়। অবশেষে অভিযান চালিয়ে কাঁথি শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । ধৃত নীলেশের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর সহ একাধিক ধারায় মামলার রুজু করেছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন