নিজস্ব সংবাদদাতা : কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ক্লাব, এবছর তাদের পুজোর থিমে ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা। আর সেখানেই তাদের ‘মুশকিল আসান’ হিসেবে দাঁড়িয়ে সোনু সুদের কয়েক ফুটের মূর্তি। পরনে নীল শার্ট, চোখে সানগ্লাস, করজোড়ে থাকা এক পরিযায়ী শ্রমিককে পথ দেখিয়ে দিচ্ছেন, কলকাতার এই পুজোয় ঠিক এভাবেই দেখা গেল বলিউড অভিনেতা সোনু সুদকে। অতিমারী আবহে গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে শুধু একটাই নাম- সোনু সুদ। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন। নিঃস্বার্থভাবে সমাজ সেবা করে ইতিমধ্যেই আদায় করে নিয়েছেন আন্তর্জাতিক প্রশংসা। আর সেই অভিনেতাই কিনা এবার কলকাতার এক দুর্গাপুজোর থিম। বড় সম্মান পেয়ে আপ্লুত সোনু। সামাজিক মাধ্যমে নিজে জানালেন যে, ‘এ আমার সবচেয়ে বড় পাওনা।’ পুজোর থিমশিল্পী কুট্টিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি , ক্লাবকে ভিডিওবার্তায় কথা দিয়েছেন, কলকাতা এলে তাঁর সঙ্গে বসে মিষ্টি দই আর রসগোল্লা খাবেন। শুনে নিন আপ্লুত অভিনেতার সেই ভিডিও বার্তা।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল