নিজস্ব সংবাদদাতা : রবিবারে শীতের আমেজে শহর কলকাতায়।সপ্তাহ শেষে একধাক্কায় তাপমাত্রা যে অনেকটা কমবে সে কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে হাওয়া অফিস এও পূর্বাভাস দিয়েছিল যে প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুরের পূর্বাভাস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। সকাল থেকেই শীতের আমেজ রয়েছে শহর জুড়ে। ভোরের দিকে ভালই হিম পড়েছে। হিমের পরশে ভিজেছে রাস্তাঘাট। গতকাল রাত থেকেই পারদ নিম্নমুখী বলে জানিয়েছে আলিপুর। মাঝে মাঝে বইছে হাল্কা হিমেল হাওয়া। এবছর মরশুমের নির্ধারিত সময়ের আগেই শীত আসতে পারে বলেও অনুমান আবহবিদদের। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন থেকে চারদিনে আরও কমবে তাপমাত্রা। তবে ভোরের দিকে এবং রাতে শীতের আমেজ, বাতাসে শিরশিরানি আর হাল্কা ঠান্ডা থাকলেও দিনের বেলায় সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হচ্ছে এই আবহাওয়া। বরং তখন টের পাওয়া যাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই আবহাওয়া পরিবর্তনের সময় সর্দি, কাশি, জ্বর ও অন্যান্য অনেক শারীরিক সমস্যা হতে পারে। এমনিতেই দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণে জেরে একটা আতঙ্ক রয়েইছে। অতএব শিশু এবং বয়স্কদের বিশেষ করে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।আগামী চার দিনে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ,উড়িষ্যা ও বাংলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে অনুমান মৌসম ভবন এর। উড়িষ্যাতে ঘন কুয়াশা ও হালকা বৃষ্টির পূর্বাভাস।আগামী তিন-চার দিন দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সোম-মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন