নিজস্ব সংবাদদাতা : কলকাতার তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ঝোঁক বাড়ছে। সেই সুযোগে মাদক পাচারকারীরাও অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। এবার পুজোর মধ্যেই কলকাতায় মাদক পাচারের পরিকল্পনা বানচাল করলো পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ কোটি টাকার মাদক। এই ঘটনায় দু’জন ধরা পড়েছে পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে, ওয়াটগঞ্জ থানার অন্তর্গত গার্ডেনরিচ এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে একটি লরিকে আটক করা হয়। গাড়িটি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। পুলিশে সেখানে গিয়ে দেখে গাড়ির মধ্যে দু’জন রয়েছে। তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় শহরে সব্জি ডেলিভারি করতে এসেছে। কিন্তু তাদের কথায় সন্দেহ হয় পুলিশের। তারপরেই গাড়ি তল্লাশি করলে সিটের তলা থেকে এই মাদক উদ্ধার হয়। যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম মইনুদ্দিন মণ্ডল ও সোমনাথ সামন্ত। মইনুদ্দিনের বয়স ৪৮ বছর ও সোমনাথের বয়স ৩৫ বছর। তাদের বাড়ি বা কোথা থেকে মাদক নিয়ে তারা যাচ্ছিল সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে, তাদের কাছ থেকে ৪ কেজি ২০১ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। সেগুলি মূলত হেরোইন।এই বিপুল পরিমাণ মাদক নিয়ে তারা কোথায় যাচ্ছিল সেই বিষয়ে জেরা করছে পুলিশ। ধৃত দুই মাদক পাচারকারীকে বিশেষ আদালতে পেশ করা হয়েছে বলে খবর। ওই দু’জনকে আরও জেরা করতে চাইছে পুলিশ। এর পিছনে কোনও আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির