নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগে, বড়সড় রদবদল হতে চলেছে; কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের ৭৯ জন ইন্সপেক্টর পদের অফিসার বদলি হলেন অন্য থানায় ।তার মধ্যে ৩৪টি থানার ওসি রয়েছেন ।বৌবাজার কালীঘাট ,মুচিপাড়া ,বালিগঞ্জ ,এন্টালি সহ একাধিক থানার অফিসার এই বদলির তালিকাতে আছে । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট থানার অধীনে। সেই থানার ওসি শান্তনুকে, স্পেশ্যাল ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় রবীন্দ্র সরোবর থানার ওসি জয়ন্ত মুখোপাধ্যায়কে আনা হচ্ছে। কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি সত্যজিত্ কর্মকারকে, রবীন্দ্র সরোবর থানার ওসি করে পাঠানো হচ্ছে। এন্টালি থানায় আসছেন কড়েয়া থানার ওসি আবদুল্লা সানা। পর্ণশ্রী থানার ওসি মনোজ কুমার যাচ্ছেন স্পেশ্যাল ব্রাঞ্চে। এই তালিকাতে রয়েছেন একমাত্র মহিলা ইন্সপেক্টর মহুয়া বিশ্বাস ।তিনি পন্যশ্রী থানার অতিরিক্ত ওসি থেকে বালিগঞ্জ অতিরিক্ত ওসি হলেন । শেক্সপিয়র থানায় নিয়ে আসা হচ্ছে যাদবপুর থানার ওসি অমিত দে সরকারকে। বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তীকে বদলি করা হচ্ছে একবালপুর থানায়। জোড়াসাঁকো থানার ওসি মুকুলরঞ্জন ঘোষকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে পাঠানো হচ্ছে। রাজ্য সরকার এটিকে রুটিন বদলি বলছে । তাছাড়া প্রশাসনিক স্তরে আগামী দিনে পুলিশ সুপার, জেলাশাসকদেরও বদলি করা হতে পারে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটের আদর্শ আচরনবিধি লাগু হবার আগেই; এই সব বদলি হয়ে যাবে বলেই, নবান্ন সূত্রে খবর।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন