নিজস্ব সংবাদদাতা : দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত হলেন কলকাতা পুলিশের ডেনিস অনুপ লাকরা। সাইবার অপরাধ দমনে এই মূহুর্তে কোন সংস্থা দেশের সেরা, তা বাছতেই প্রতিযোগিতা। ডেটা কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের প্রায় সব তদন্তকারী সংস্থাই। এই খবরে খুশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শুভেচ্ছা জানিয়েছেন ড্যানিস অতুল লাকরা’র সহকর্মীরাও।ইতিমধ্যে কলকাতা পুলিশের ফেসবুক পেজেও তাঁর এই অনন্য পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে পোস্ট করা হয়েছে। সেখানেই তাঁর কাজকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরাও।লালবাজার জানিয়েছে, গত জুন মাসে এক পদস্থ সরকারি কর্তাকে মেল পাঠিয়ে পুরস্কারের টোপ দেওয়া হয়। যদিও তিনি সেই ফাঁদে পা দেননি। লালবাজারের সাইবার থানায় এই ব্যাপারে তিনি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান সাইবার থানা গোয়েন্দা আধিকারিক ডেনিস অনুপ লাকরা।তদন্ত শুরু করে তিনি জানতে পারেন যে, এক নাইজেরিয়ান (Nigerian) এই জালিয়াতির চেষ্টা করেছে। তদন্ত করে দশদিনের মধ্যে তিনি দিল্লি থেকে ওই নাইজেরিয়কে গ্রেপ্তার করেন। তিন মাসের মধ্যে সাজাপ্রাপ্ত হয় ওই বিদেশি অভিযুক্ত জালিয়াত। গত বছরও এই পুলিশ আধিকারিক পুরস্কার পেয়েছিলেন। আর এবার দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত করলেন কলকাতা পুলিশের এই ইন্সপেক্টরকে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন