ডিসেম্বরে মরসুমের প্রথম শীতলতম দিন পেয়েছিল শহর পেয়েছিল কলকাতা। এক মাস ১১ দিন পর ফিরল সেই দিন। মাঘ মাসের অর্ধেক পেরিয়ে গেল ফের পারদ নামল এগারোতে। কলকাতা পেল নতুন বছরের প্রথম শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন ১১.৪ দিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ দিগ্রি কম। তাপমাত্রা ২১ ডিসেম্বরও সোমবারই ছিল। ওইদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড আবার ভেঙেছিল ওই একই সপ্তাহে রবিবার। তাপমাত্রা আরও ০.২ ডিগ্রি নেমেছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। ওইদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা শনিবার বিকালে ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
রবিবার ৩১ জানুয়ারি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ দিগ্রি কম। সবমিলিয়ে বলা যায় দাপট দেখাচ্ছে শীত। রবিবারই একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা কমেছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় কমে হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস সকালের পর দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। কিন্তু কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জায়গাগুলির দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।
Report by web desk
Reported on – 01/02/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন