মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

কাঁথিতে শুভেন্দু মেগা রোড শো, গেরুয়াময় জনপ্লাবন

“মেদিনীপুরে বিশ্বাসঘাতকদের জন্ম হয় না। ঝাড়গ্রাম, পশ্চিম-পূর্ব সহ সমগ্র মেদিনীপুরের স্বাভিমানে আঘাত করেছে। ৩৫টা আসনেই হারাব। মেদিনীপুরের মাটি বর্ণপরিচয় স্রষ্টা বিদ্যাসাগরের মাটি। শহিদ ক্ষুদিরামের মাটি। স্বাধীনতা সংগ্রামী ড.সুশীল কুমার ধাড়া, মাতঙ্গিনী হাজরার মাটি। এখানেই তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল।” চাঁচাছোলা ভাষায় এদিন ‘বিশ্বাসঘাতক’ কটাক্ষের জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গতকাল কাঁথিতেই মিছিল ও জনসভা করে তৃণমূল। অধিকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে ‘মীরজাফর’ খোঁচায় বিঁধেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তার জবাব দিলেন শুভেন্দু। পাল্টা হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন। শুভেন্দু অধিকারী আরও দাবি করেছেন, গতকাল তৃণমূলের সভায় দুই মেদিনীপুর মিলিয়ে মাত্র ৫০০০ লোক হয়েছিল। আর আজকের সংখ্যাটা তিনি নিজে মুখে না বলে, যাঁরা প্রত্যক্ষ করছেন ও সংবাদমাধ্যমকেও বিচারের দায়ভার দেন। প্রসঙ্গত, কাঁথিতে এদিন শুভেন্দুর রোড শো ঘিরে কার্যত জনজোয়ার, জনপ্লাবন দেখা গেল। পুষ্পবৃষ্টি, শুভেচ্ছা, অভিবাদনে কার্যত ভেসে যেতে দেখা গেল শুভেন্দুকে। জনসভায় আগেই শুভেন্দু শক্তিপরীক্ষায় অনেকখানি এগিয়ে গেলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এদিনের রোড শো-এর প্রেক্ষিতে বিজেপি আগেই দাবি করেছিল যে, মিছিলে নজর কাড়বে জমায়েত।শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গতকাল তৃণমূলের সভায় দুই মেদিনীপুর মিলিয়ে মাত্র ৫০০০ লোক হয়েছিল। আর আজকের সংখ্যাটা তিনি নিজে মুখে না বলে, যাঁরা প্রত্যক্ষ করছেন ও সংবাদমাধ্যমকেও বিচারের দায়ভার দেন। প্রসঙ্গত, কাঁথিতে এদিন শুভেন্দুর রোড শো ঘিরে কার্যত জনজোয়ার, জনপ্লাবন দেখা গেল। পুষ্পবৃষ্টি, শুভেচ্ছা, অভিবাদনে কার্যত ভেসে যেতে দেখা গেল শুভেন্দুকে। জনসভায় আগেই শুভেন্দু শক্তিপরীক্ষায় অনেকখানি এগিয়ে গেলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এদিনের রোড শো-এর প্রেক্ষিতে বিজেপি আগেই দাবি করেছিল যে, মিছিলে নজর কাড়বে জমায়েত।

Share this News
error: Content is protected !!