নিজস্ব সংবাদদাতা : তিন বছর আগে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের দেশগুলি মিলে কাতারকে একঘরে করার সিদ্ধান্ত নেয়। ২০১৭ সালের জুন মাসে কাতারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বলবত্ করা হয়। সৌদি আরবের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে মিশরও কাতারের উপর নিষেধাজ্ঞা জারি করে। কাতারের বিরুদ্ধে বরাবর ইরানের সঙ্গে অতিরিক্ত সখ্যতার ও ইসলামি মৌলবাদী সংগঠনগুলিকে মদত দেওয়ার অভিযোগ করে এসেছে সৌদি আরবের নেতৃত্বে মধ্য প্রাচ্যের বাকি দেশগুলি। যদিও এই অভিযোগ মানতে রাজি হয়নি কাতার। শুরু হতে চলেছে মধ্য প্রাচ্যের ছয় দেশের সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিলের বার্ষিক সভা। কথা ছিল, এই সভাতেই দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হবে সেখানে । তারই মধ্যে সৌদি প্রশাসন জানিয়ে দিলো কাতারের সঙ্গে সীমান্ত খুলে দেওয়া হবে । কাতারের প্রধান শেখ তামিম বিন হামাদ আল থানি ২০১৭ সাল থেকে তাঁর দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে এই বার্ষিক সম্মেলনে যোগ দেননি। তাই এবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ও বিমান চলাচলের রাস্তা খুলে দেওয়ার পর তিনি এই বৈঠকে যোগ দেন কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।সৌদি আরবের তরফে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে অত্যন্ত তাত্পর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না বলেই মত আন্তর্জাতিক মহলের। সোমবার রাত থেকেই কার্যকরী হয়েছে এই সিদ্ধান্ত। কাতারের সঙ্গে সৌদি আরবের সমস্ত সীমানা ও বিমান চলাচলের রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েতের বিদেশমন্ত্রী আহমেদ নাসির আল শাবা।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
যৌনকর্মী অধিকার দিবস পালনে চাঁদের হাট সোনাগাছিতে
একদিনে পরপর দুঃসংবাদ, বাকরুদ্ধ বিশ্ব ক্রিকেট
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন